রাজস্ব খাতের আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে স্থাপিত বোরো প্রদর্শনী ( চর-কামারখন্দ ডিএই রাজস্ব গ্রুপ) সরেজমিনে পরিদর্শন করেন, পরিচালক (Incitu) জনাব মোঃ মতিয়ার রহমান (এডি, বগুড়া অঞ্চল বগুড়া), এডিডি পিপি সিরাজগঞ্জ, এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএও কামারখন্দ, এসএপিপিও, সংশ্লিষ্ট এসএএও এবং ডিএই দলের সকল ও অন্যান্য কৃষক/কৃষানী বৃন্দ। পরিচালক মহোদয়, কৃষি কার্ডের মাধ্যমে বিতরণকৃত প্রদর্শনীর উপকরণ ও কৃষক টাকা পেয়েছেন কিনা এবিষয়ে সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করেন। কৃষক ফজলুল করিম ও জহুরুলের সাথে কথা বলেন এবং তাদের কে বিভিন্ন দিক নির্দেশনা ও প্রশ্নের উত্তর প্রদান করেন। ব্লক: জামতৈল, কামারখন্দ, সিরাজগঞ্জ।