সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার (১লা জুন) দুপুরে কামারখন্দ উপজেলা চত্ত্বরে ৬টি সমিতির মধে ৫টি সিআইজি সমিতিকে ১০টি ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ও ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ২০১৮-২০১৯ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-টু প্রোজেক্ট (এনএটিপি-২) এর আওতায় (মঞ্জুরীকৃত এআইএফ-২ ম্যাচিং গ্রান্ড) সিআইজি কে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
কৃষি যন্ত্রপাতি বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্ত বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আরশেদ আলী।
কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণে স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল হক, সিরাজগঞ্জ জেলা প্রশিক্ষক অফিসার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এস এম শহীদ নূর আকবর প্রমুখ।
বিস্তারিত:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস